খুলনা

বাগেরহাটের মোরেলগঞ্জে খাল খননের উদ্ধোধন

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২১ , ৯:৪৩:৩০ প্রিন্ট সংস্করণ

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়ার ইউনিয়নে বুধবার দপুরে খাল খননের উদ্বোধন করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন এ খাল খননের উদ্বোধন করেন।

জলাশয় সংস্কারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ইউনিয়নের ঘোপের খাল পুনঃখনন প্রকল্প উদ্ধোধন উপলক্ষ্যে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিনয় কৃষ্ণ রায় ।

বাগেরহাট মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী সভা শেষে প্রধান অতিথি এ্যাড.আমিরুল আলম মিলন এমপি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৬ হাজার ফুট দীর্ঘ ঘোপের খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন।

আরও খবর

Sponsered content

Powered by