প্রতিনিধি ২৫ জুন ২০২২ , ৪:৩৭:৫৬ প্রিন্ট সংস্করণ
মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার মতলব মতলব উত্তর উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সারা ফাউন্ডেশন’ একঝাঁক তরুণ-তরুণী নিজ উদ্যোগে সিলেট, সুনামগঞ্জের বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছেন।
বিশেষ করে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলার গোয়াইনঘাট ও জৈন্তাপুর টাঙ্গুয়ার হাওড়াঞ্চলের বন্যাকবলিতদের আশ্রয়, নিরাপত্তা, খাবার ও ত্রাণ দিয়ে সহায়তা করে যাচ্ছেন তারা।
এ খাবারের যোগানে তাদের সাপোর্ট দিচ্ছে ঢাকা, সিলেট ও প্রবাসে অবস্থান রত সহকর্মীরা। তারা বিকাশ, নগদের মাধ্যমে যে যতটুকু পারছেন সহায়তা করে যাচ্ছেন।
স্থানীয় প্রশাসনও মাঝেমধ্যে এসে তাদের তদারকি করছেন।
সারা গ্রুপটির অন্যতম তিন সদস্য কামরুল ইসলাম রাব্বি, শাকিল আহমেদ ও রাইসা আক্তার মুঠোফোনে জানান, বর্তমানে তাদের ত্রাণ সামগ্রী ও খাবার ১৫০০ মানুষ কে দিয়েছেন। বর্তমানে নৌকা সুনামগঞ্জ গোয়াইন ঘাটে আছে। নৌকায় মজুদ করা খাবার প্রথম দিনই শেষ হয়ে যায়। এর পর থেকে ছোট নৌকা দিয়ে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করছেন তারা। নিজেদের গ্রুপ আর পেজে পোস্টের মাধ্যমে ফান্ড সংগ্রহ করছেন। গ্রুপের ফলোয়াররা ব্যাপক সাড়াও দিচ্ছেন। শিগগিরই ঢাকা থেকে তাদের একটি টিম ২০০ মানুষের জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাবে টাঙ্গুয়ায়।
সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের সভাপতি আমিরুল ইসলাম রাসেল, এমন বন্যা সুনামগঞ্জের মানুষেরা আগে দেখেনি। পানিতে তলিয়ে যায়নি এমন স্থান খুঁজে পাওয়া মুশকিল। সবচেয়ে কম পানি ওঠা স্থানেও হাঁটু সমান পানি। কোথাও কোমর, কোথাও বুক সমান। অনেকের ঘরের চাল ডুবে গেছে। জীবন বাচানোর জন্য মৌলিক চাহিদা পূরণই অসম্ভব এখন। আমরা শুধু খাবার সরবরাহ করে যাচ্ছি। মাথা গোঁজার জন্য আমাদের নৌকাগুলো ছেড়ে দিয়েছি। গত ২২ তারিখে আমাদের টিম চাঁদপুর থেকে সুনামগঞ্জ আসে। তাদের সবার খাবারের ব্যবস্থা করছি আমরা। আগামীকাল (শনিবার) পর্যন্ত খাবারের জোগান দিতে পারব। এরপর কী হবে বলতে পারছি না।