প্রতিনিধি ২৮ জুন ২০২২ , ৭:২৯:৪৩ প্রিন্ট সংস্করণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল ২৮ জুন মঙ্গলবার মাদক বিরোধী দিনব্যাপী কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ।
কর্মশালায় পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান, মেম্বার, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় এখন মাদকের ছড়াছড়ি। মাদক নির্মুলে সকলকে সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে।