আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফখরুদ্দিন ভুইয়া। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পরপরেই তাঁকে গোয়েন্দা শাখা থেকে প্রত্যাহার করা হয়।’
প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২২ , ৭:১৭:১৪ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্কঃ
চাইনিজ রাইফেল থেকে গুলি ছোড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনককে প্রত্যাহার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির সংঘর্ষে চাইনিজ রাইফেল থেকে গুলি ছোড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান কনককে প্রত্যাহার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা থেকে তাঁকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।