রাজশাহী

সিরাজগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ৪:২৬:৫৮ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: “পরিবর্তিত বিশে^ প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ অক্টোবর ২০২২ আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে সামসুদ্দিন সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন।

সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মতিয়ার রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ পরিষদ জেলা শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা, প্রবীণ হিতৈষী সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া আরো বক্তব্য রাখেন এনডিপি‘র প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচির উপ ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, ইডিপি‘র নির্বাহী পরিচালক আবু জাফর খান, সিনিয়র সিটিজেন আছির উদ্দিন মিলন ও বীর মুক্তিযোদ্ধ আব্দুল খালেক প্রমূখ।

এসময় বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল আওয়াল খন্দকার, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী সরকার, আব্দুল লতিফ খান, প্রবীণ হিতৈষী সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আরশাদ হোসেনসহ অন্যান্য সিনিয়র সিটিজেনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে দিবসটির গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান।

Powered by