খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকাকে হারিয়ে নামিবিয়ার ঐতিহাসিক জয়

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ৪:০৮:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই অঘটন। পুঁচকে নামিবিয়া কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরে গেল শ্রীলংকা। আর প্রথমবারের মতো লংকানদের হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া।

আজ রোববার গিলংয়ে প্রথমে ব্যাট করতে নামা নামিবিয়া শুরুতে বিপদে পড়লেও জান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিটের ব্যাটে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের ভালো সংগ্রহ পায়। জবাবে নামিবিয়ান বোলারদের তোপে এক ওভার বাকি থাকতে ১০৮ রানে গুটিয়ে যায় লংকানরা।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলংকা। প্রতিপক্ষের বোলারদের দাপটে কোনঠাসা হয়ে গড়ে এশিয়ার চ্যাম্পিয়নরা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ২৯ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। এছাড়া ভানুকা রাজাপাসকে ২০ রান করেন। তবে আর কোনো ব্যাটারই বলার মতো স্কোর করতে পারেনি।

নামিবিয়ার বোলারদের মধ্যে ডেভিড ভিসে, বার্নার্ড স্কোল্টজ, বেন শিকঙ্গো ও জান ফ্রাইলিঙ্ক দুটি করে উইকেট দখল করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামে নামিবিয়া। তবে দলীয় ১৬ রানে দুই উইকেট হারায় নামিবিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির ৯৩ রানে আরও ৪ উইকেটের পতন হয়।

তবে সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন ফ্রাইলিঙ্ক ও স্মিট। তারা ঝড়ো ব্যাট করে ৩৩ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের শেষ বলে আউট হওয়া ফ্রাইলিঙ্ক ২৮ বলে ৪টি চারে ৪৪ করেন। তবে স্মিট ১৬ বলে ২টি চার ও সমান ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন।

লংকান বোলার প্রমোদ মদুশান ২টি উইকেট লাভ করেন। ব্যাটে-বলে দারুণ খেলে ম্যাচ সেরা হন জান ফ্রাইলিঙ্ক।

আরও খবর

Sponsered content