দেশজুড়ে

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন: পেয়ারু, পারভেজ ও দিলোয়ারা’র জয়

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৭:১৮:২০ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে (চট্টগ্রাম-৪) ফটিকছড়িতে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারায়ন রক্ষিত মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছে ৩ ভোট।

সদস্য পদে অটোরিক্সা প্রতীক নিয়ে নির্বাচন করে আখতার উদ্দীন মাহমুদ পারভেজ পেয়েছেন ১৬৯ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন চৌধুরী টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ৯৪ ভোট।

এছাড় সংরক্ষিত আসনে রাউজান হাটহাজারি ও ফটিকছড়ি উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন দিলোয়ারা ইউছুপ।

সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার শফিকুর নূর মাওলা হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সেলিম রেজা।

 

আরও খবর

Sponsered content