দেশজুড়ে

চট্টগ্রাম বিমানবন্দর চালু

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২২ , ৫:৩৫:৩০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বন্ধ রাখা চট্টগ্রাম চালু করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম মঙ্গলবার দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার দুপুরে অন্যান্য বিমানবন্দরের সাথে চট্টগ্রাম বিমানবন্দরেও উড্ডয়ন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক।

সে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আবহাওয়া পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যান্য বিমানবন্দরের সাথে চট্টগ্রাম বিমানবন্দরও বন্ধ থাকবে। বন্ধের আদেশটি ২৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

তারই আলোকে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হলো।

আরও খবর

Sponsered content

Powered by