প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ৭:৫৪:১৯ প্রিন্ট সংস্করণ
সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা বারোটায় পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার, সাংবাদিক তারিকুল ইসলাম কাজী রাকিব প্রমুখ।
এসময় পাথরঘাটার তৃতীয় শ্রেণীর ফায়ার স্টেশনকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা এবং এ্যাম্বুলেন্স সংযুক্ত করার দাবি তোলা হয়।
ফায়ার সার্ভিস পাথরঘাটা স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান পাথরঘাটায় অগ্নিসংযোগের ৪০ টি এবং সড়ক, নৌ ও প্রাকৃতিক দুর্ঘটনার ২০টি কল এসেছে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কাছে।