রাজশাহী

মান্দায় কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৮:২৬:৩৭ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় ২০২২-২০২৩ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের রাস্তায় এ কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কুসুম্বা ইউনিয়ন চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইউপি সদস্য মমতাজ মুক্তি, মোবারক হোসেন, আলম হোসেন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, ৪০ দিনের এ কর্মসূচিতে ১৪ ইউনিয়নে ২ হাজার ৫৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এ সব শ্রমিকদের মাধ্যমে ৬৮ টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রত্যেক শ্রমিক এক দিন কাজের বিপরিতে ৪০০ টাকা মজুরি পাবে।

আরও খবর

Sponsered content

Powered by