বরিশাল

ভোলায় আগুনে পুড়ে বসত ঘর ছাই ,লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২২ , ৮:৪৮:৪৬ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলার পৌরসভা ৬ নং ওয়ার্ডের হিন্দু কলোনিতে কমল চন্দ্র ঘোষ (৪৫) বাড়িতে আগুনে লেগে ১টি টিনশেড বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

কমল চন্দ্র ঘোষ জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় বাজার থেকে গ্যাস সিলিন্ডার এনে স্ত্রীকে লাগাতে বলি। সে লাগাতে গিয়ে বিস্ফোরণ হয়ে বাসায় আগুন লেগে যায়। এতে করে ক্ষনিকের মধ্যে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি অভিযোগ করে আরো জানান, ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার অনেক পর আসে। ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। যদি আগে আসতো তাহলে আমার ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতো না। এখন আমি সর্ব দিশেহারা।

দৌলতখান ফায়ার সার্ভিস (লিডার) শাহাদাত হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ফোন পাওয়ার ৩০ সেকেন্ডের ভিতরে স্টেশন থেকে যাই। পরে গিয়ে দেখি আগুন নিয়ন্ত্রণে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, অগ্নি দুর্ঘটনায় ডিসি অফিস থেকে সাহায্য প্রদান করা হয়। আমরা তার তথ্য পরবর্তী সহযোগিতার জন্য প্রেরন করব।