চট্টগ্রাম

চন্দনাইশে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৭:১৮:০৬ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে তিন দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম, চন্দনাইশ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা, ইউ.পি চেয়ারম্যান যথাক্রমে- আব্দুল শুক্কুর, আমিন আহমেদ চৌধুরী রোকন, এডভোকেট খোরশেদ বিন ইসহাক, আহমদুর রহমান, এসএম সায়েম, আব্দুল আলিম, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন, পল্লী বিদ্যুৎ ডিজিএম আবু সুফিয়ান, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারি, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম চৌধুরী এম.পি বলেন, “সরকার যে কাজগুলো করেছে এবং ভবিষ্যতে যে কাজগুলো করতে যাচ্ছে, তা সম্পর্কে জনগণকে ধারণা দিতেই এ মেলার আয়োজন। উন্নয়ন যেন অব্যাহত থাকে সে লক্ষ্য নিয়েই এ মেলার সূচনা।”

উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদের সেবা সংক্রান্ত মোট ১৩টি স্টল রয়েছে। অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content

Powered by