রাজশাহী

সন্তানদের পড়ালেখার প্রতি নজর রাখতে হবে -মুন্না এমপি

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ৬:৪৪:৫৬ প্রিন্ট সংস্করণ

এস,এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরিক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুলতান মাহমুদ এর সভাপতিত্বে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শামীম আরা এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদ সদস্য একরামুল হক, পৌর প্যানেল মেয়র-২ রিয়াদ রহমান।

সহকারী শিক্ষক সাগর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন মুন্সি, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সফল রাস্ট্র নায়ক তিনি দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের অভুতপূর্ব সফলতা অর্জন করেছেন। তিনি নারী নেত্রীত্ব ও নারী শিক্ষায়, নারীর ক্ষমতায়নে রোল মডেল। প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন সন্তানদের পড়ালেখার প্রতি নজর রাখতে হবে যাতে করে সন্তানেরা প্রযুক্তির অপব্যবহারের শিকার না হন। বিদ্যালয়ে আগত অভিভাবকদের শীতের আমেজে ভাপাপিঠা ও তেলের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়। এ ছাড়া দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অভিভাবক ও শিক্ষার্থীরা উপভোগ করেন।