চট্টগ্রাম

বান্দরবানে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২২ , ৭:৫৪:৩১ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানে মোহন বড়ুয়া (৫৬) নামে এক ব্যাক্তিকে খুনের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ এর আদালত, একই মামলায় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।

৩০ নভেম্বর বুধবার বিকেলে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভুইয়া এই রায় প্রদান করেন।

আদালতের এজাহার সূত্রে জানা যায়, ১০ মার্চ ১৯৯০ সালে দিবাগত রাতে দেড়টায় ভগবান টিলা নামক স্থানে মোহন বড়ুয়াকে খুন করেন দন্ডপ্রাপ্ত তিন আসামী। খবর পেয়ে তার স্ত্রী নিহত স্বামী কাছে গেলে বাধা প্রদান করে তেজেন্দ্র বড়ুয়াসহ ও আরো কয়েকজন ব্যক্তি। পরে তার ভাশুর শশাংক বড়ুয়াকে খবর দিলে থানায় গিয়ে খুনের মামলার দায় করেন। মামলার ৩২ বছর পর তাদের বিরুদ্ধে দন্ডবিধি ৩০২ ধারায় সন্দেহাতীত ভাবে প্রনাণিত হওয়ায় প্রত্যেক আসামীকে রায় ঘোষণা দেন আদালত।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ইকবাল করিম বলেন, সত্যতা প্রমাণিত হওয়ায় তিন আসামীকে যাবজ্জীবন ও অর্থদণ্ড সহ আরো ছয় মাসে কারাদণ্ড দিয়েছে আদালত।

আরও খবর

Sponsered content