ময়মনসিংহ

গৌরীপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৭:৫৪:২৯ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের দু’বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ইকবাল হোসেন জুয়েল (দৈনিক ভোরের কাগজ) ও সাধারণ সম্পাদক পদে আবু কাউছার চৌধুরী রন্টি (সাপ্তাহিক রাজ গৌরীপুর) নির্বাচিত হয়েছেন। শুক্রবার (০২ অক্টোবর) রাতে গৌরীপুর প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
আগামী ১ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান কমিটির আহবায়ক এইচ এম খায়রম্নল বাসার ও সদস্য সচিব মশিউর রহমান কাউসার।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ এবং সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান। এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
নতুন কমিটিতে সহ সভাপতি পদে আলী হায়দার রবিন, সহ সাধারণ সম্পাদক পদে শেখ মোঃ বিপ্লব ও অর্থ সম্পাদক পদে মোঃ শামীম খান নির্বাচিত হয়েছেন।

আরও খবর

Sponsered content