বাংলাদেশ

দেশে করোনা লাখ ছুঁই ছুঁই!

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ৮:৫৬:০৭ প্রিন্ট সংস্করণ

দেশে করোনা শনাক্ত সংখ্যা লাখ ছুঁই ছুঁই পরিস্থিতি। বাংলাদেশের করোনা শনাক্ত এখন পর্যন্ত ৯৮ হাজার ৪৮৯ জন। আগামীকাল লাখের ঘর স্পর্শ করবে বলে অনেকের ধারনা। যদি সেটা হয় তাহলে বাংলাদেশের অবস্থান চলে আসবে শীর্ষ ১৭তে। বাংলাদেশের উপরে আছে কানাডা। ওই দেশের আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ৪৬৭ জন।

বুধবার (১৭ জুন) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩০৫ জনের। আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন চার হাজার আটজন। সবমিলে শনাক্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে।

করোনা বাংলাদেশের কিরুপ প্রভাব বিস্তার করছে তা আমাদের কাছে স্পষ্ট। গত ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। এরও আগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনা আক্রান্ত হয়ে যান। শুধু তাই নয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে নিয়ে মোট ১২ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।এদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

আরও খবর

Sponsered content