বাংলাদেশ

রংপুরে ৩ যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২২ , ৮:৩০:৫১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পন ডেস্ক :

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স, ট্রাক ও অটোরিকশার ‍মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত দুইজন।

রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানান, আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছিড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা হয়। এ সময় রংপুরগামী ট্রাক ও অ্যাম্বুলেন্সের সাথে সৈয়দপুরগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চারজন এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পার আরো একজন মারা যায়। তার নাম সাদেকুল ইসলাম।

এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

আরও খবর

Sponsered content