দেশজুড়ে

ময়মনসিংহে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা স্থগিত

  প্রতিনিধি ১৮ জুন ২০২০ , ১০:০৯:৩৮ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে।

বুধবার (১৭ জুন) রাতে সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেয়া হয়।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারিগরি ত্রুটি ও নতুন টেস্ট কিট না আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দুই থেকে একদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হাসপাতালে নতুন করে নমুনা না দেয়ার জন্যও অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, কারিগরি ত্রুটির কারণে গতকাল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা সম্পন্ন হয়নি। তাই গতকাল কোনোও রিপোর্ট দেয়া সম্ভব হয়নি। পুনরায় ল্যাব চালু হলে পরবর্তীতে সঠিক রিপোর্ট দেয়া হবে।
জানা গেছে, বায়োসেফটি লেভেল-২ পর্যায়ের এই ল্যাবটি ১ এপ্রিল থেকে চালুর পর প্রতিদিন দুটি মেশিনের মাধ্যমে সর্বোচ্চ ৭৫২টি নমুনা পরীক্ষা করা হতো। এতে ময়মনসিংহ বিভাগের চার জেলার নমুনা নিয়মিত পরীক্ষা করা হতো।

আরও খবর

Sponsered content