প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৯:০৫:৩২ প্রিন্ট সংস্করণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
২০২২-২৩ অর্থবছরে চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকা কেজি দরে সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়। বুধবার উপজেলা খাদ্যগুদাম চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, অটোমিল মালিক আব্দুল হাকিম মন্ডল, শরিফুল ইসলাম বাবু ও মো. আইয়ুব হোসেন। উপজেলা গুদাম কর্মকর্তা (এলএসডি) মিজানুর রহমান বলেন, চলতি আমন মৌসুমে সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যে চাল ২৬৯৫ মেট্রিক টন ও ধান ১২০৮ মেট্রিক টন সংগ্রহ করা হবে।