দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জের বৃহত্তম কাঁচাবাজার স্টেডিয়ামে স্থানান্তর  

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৮:২১:৫৫ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি: করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃহত্তম কাঁচাবাজার জেলা শহরের পুরাতন কাঁচাবাজার (তহাবাজার) শহরের নতুন স্টেডিয়াম (ডা. আ. আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়াম) চত্বরে স্থানান্তর করা হয়েছে। পুরাতন বাজারের স্থায়ী মুদি ও অনান্য দোকানগুলো নিজ অবস্থানে রেখে শুধু কাঁচামাল (সব্জি) বাজার সরিয়ে নেয়া হয়েছে।
বুধবার ভোর থেকে কাঁচাবাজার নতুন স্টেডিয়ামে বসানো হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব ও তহাবাজার পরিচালনা কমিটি (ইজারাদার) সভাপতি আসাদুল হক। 
ইজারাদার আসাদুল হক বলেন, এ ব্যাপারে তাদের পৌর মেয়র ও পুলিশ কর্মকর্তাদের সাথে গত কয়েকদিন যাবৎ আলোচনার পর বুধবার সকালে বাজার স্থানান্তর করা হয়। তিনি বলেন, প্রথম দিনে স্টেডিয়ামে বাজার বসানোর বিভিন্ন সুবিধা যেমন বিদ্যুৎ, পানি ইত্যাদি ঠিকমত পাওয়া যায় নি। ফলে ক্রেতা-বিক্রেতাদের কিছু অসুবিধে হয়েছে। দ্রæত এসব সুবিধে দেয়ার জন্য আবেদন করা হয়েছে।   

আরও খবর

Sponsered content