দেশজুড়ে

প্রধানমন্ত্রীর নির্দেশনায় লক্ষীপুরের কর্মহীনদের উপহার দিলেন অধ্যক্ষ এমএ সাত্তার

  প্রতিনিধি ১ মে ২০২০ , ৫:২৭:৫০ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীর লিটন, লক্ষীপুর : মহামারি করোনায় অতিষ্ঠ মানুষের জনজীবন একদিকে করোনা ভীতি অন্যদিকে মৃত্যু আতঙ্ক নিয়ে কাটছে লক্ষীপুরবাসীর সময় নেই কাজ কর্মও অবস্থায় নিজ হাতে প্রতিটি এলাকায় গিয়ে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, দরিদ্র, অসহায়, দিনমুজুর এবং দুস্থ পরিবারের মাঝে খাদ্য উপহার নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন অধ্যক্ষ এম সাত্তার একই সাথে রোযাদার ব্যক্তি দেখলেই গাড়ি থেকে নেমে গোপনে হাতে ধরিয়ে দিচ্ছেন ইফতার সামগ্রী

মে শুক্রবার নিজ গ্রামে মান্দারী ইউনিয়নে হেঁটে হেঁটে এসব উপহার তুলে দেন এর আগে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নে নিজ উদ্যোগে এসব উপহার পৌঁছে দেন অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদপুর থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ এম সাত্তার

এসময় তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ঘরে অবস্থান করা জনগণ যাতে কষ্টভোগ না করে সেজন্য প্রধানমন্ত্রী সবার দোরগোড়ায় খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন অবস্থায় সাধারণ মানুষের কষ্ট লাঘবে অধ্যক্ষ এম সাত্তার ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে যাতে কোনো পরিবার বাদ না পড়ে সেজন্য নিজে গিয়ে প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এসময় তিনি আল্লাহ সন্তুষ্টির জন্যই এসব সামগ্রী বিতরণ করছেন বলে জানান

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সোমবার থেকে লক্ষীপুরে করোনা পরিস্থিতি মোকাবেলা মাহে রমজান উপলক্ষ্যে কর্মহীন ১০ হাজার পরিবারকে উপহার সামগ্রী (খাদ্য সহায়তা) দেয়া শুরু করেছে অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাস্ট সদর উপজেলার ১২টি ইউনিয়নে পৌরসভায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হবে খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কেজি চাল, কেজি আলু, কেজি ডাল, কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম তেল ২টা সাবান

আরও খবর

Sponsered content

Powered by