বাংলাদেশ

কেউ আ.লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৩ , ৭:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। সুতরাং আন্দোলন করে আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেনা। তারা দীর্ঘদিন ধরে সহিংসতা চালাচ্ছে। মানুষকে পুড়িয়ে ও কুপিয়ে মেরেছে। খালেদা জিয়া বলেছিল,শেখ হাসিনা না পালানো পর্যন্ত আমি ঘরে ফিরে যাবনা। ১৫ সালে ৯০ দিন হরতাল করেও সরকার কে হটাতে পারেনি। বরং তিনিই মুখে কালি মেখে ঘরে ফিরে গিয়েছিলেন।

রবিবার (৮ জানুয়ারি) বেলা দেড়টার দিকে সাতক্ষীরার উপজেলার হেলাতলা মৌজার সরিষা মাঠে স্থানীয় মৌ-চাষী কবিরুল ইসলামের ফার্ম পরিদর্শন শেষে এক কৃষক সমাবেশে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

তিনি আরও বলেন, আমানউল্লাহ আমান বলেছিল, ১০ ডিসেম্বরের পরে খালেদা জিয়া দেশ চালাবে। অথচ কিছুই হয়নি। আর তারেক জিয়া চুরিসহ অন্যান্য অপকর্ম কওে লন্ডনে পালিয়ে আছে। সুতরাং আন্দোলন তারা করতে পারবেনা।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- দুদক খুব শক্তিশালী একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুতরাং বিএনপি নেতা খন্দকার মোশাররফের বক্তব্য সঠিক নয়।

কৃষিমন্ত্রী বলেন, প্রতিবছর বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি করতে সরকারের ব্যয় হয় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। এদেশের মানুষ আগে সরিষার তেল খেত। কেউ পাম তেলও চিনত না। কেউ সরিষার তেল চিনত না। দেশের সরিষা দিয়েই তেলের চাহিদা মিটতো।

তিনি আরো বলেন, বিদেশ থেকে যদি তেল আমদানি করা না লাগতো, তাহলে ওই টাকা দিয়ে দেশের অনেক উন্নয়ন করা যেতো। কিন্তু আমাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তেল আমদানির জন্য।আমাদের বিজ্ঞানীরা সরিষার নতুন যা আবিষ্কার করেছে। সেই জাতগুলো হলো বারি-১৪, বারি-১৮ এবং বিনা-৯। এই জাতগুলো চাষ করে কৃষক বিঘাপ্রতি ৬ থেকে ৭ মণ ফলন পাচ্ছে। আগে যে সরিষার চাষ হতো তার ফলন এক থেকে দেড় মণের বেশি না। সরিষা ছাড়াও আমাদের বিজ্ঞানীরা ধানের নতুন জাত আবিষ্কার করেছে। এই ধান রোপন করতে হয় শ্রাবণ ভাদ্র মাসে। নতুন এই ধানের জীবনকাল ১১০ থেকে ১১৫ দিন। সরিষা চাষ করতে সময় লাগে ৮০ দিন। এই ৮০ দিনে বোরোর আবাদও কম হবে না আবার আমনের আবাদও কম হবে না। আমন ও বোরোর মাঝামাঝি সরিষা একটি অতিরিক্ত ফসল। অতিরিক্ত মুনাফা। সরিষা চাষ করে একজন চাষি বিঘা প্রতি চল্লিশ থেকে ৪৫ হাজার টাকা মুনাফা পেতে পারে।

আরও খবর

Sponsered content