রাজশাহী

ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৩ , ৫:৩৯:৫২ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর ) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাগাতিপাড়া মডেল থানা পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার দায়ারামপুর বাজারে অভিযান চালিয়ে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ভাই ভাই মেডিকেলের স্বত্বাধীকারি হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা এবং আমদানিকারকের স্টিকারবহীন কসমেটিকস সমাগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে শামীম কসমেটিকসের স্বত্বাধীকারি রফিকুজ্জামানকে ৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযান শেষে সচেতনতার জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

 

আরও খবর

Sponsered content