দেশজুড়ে

ভোলার করোনা আক্রান্ত জজকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

  প্রতিনিধি ২২ জুন ২০২০ , ১:০১:৫৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।

আজ রোববার রাত ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্ত ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় অনা হয়েছে। তাঁকে সিএমইচে ভর্তি করা হয়েছে।

তাঁর শারীরিক অবস্থার অবনতির বিষয়টি রোববার (২১ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে জানানো হলেই তিনি তাঁকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তাঁর চিকিৎসা করা হবে।

তিনি ১২ জুন থেকে করোনা ভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by