চট্টগ্রাম

রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠান ‘সৃজন’ উদ্বোধন

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:১৯:৫১ প্রিন্ট সংস্করণ

সুদেব কুরী, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :

লক্ষীপুরের রায়পুরে শিক্ষা প্রতিষ্ঠান ‘সৃজন’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে এর শিক্ষা কার্যক্রম চালু করা হয়। প্রধান অতিথি ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার (আলীয়া মাদ্রাসা) ভাইস প্রিন্সিপাল মাওলানা মঞ্জুর হোসেন।
সভাপতিত্ব করেন সৃজন পরিচালক মাহবুবুর রহমান তুহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাহার মৃধা, আরমান হোসেন, নুরুজ্জামান সেলিম, মাওলানা জহিরুল ইসলাম, মীর মাসুদ।
সৃজনের প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান মুহিন পাটওয়ারী বলেন, ‘শিক্ষার্থীদেরকে সহযোগিতার মাধ্যমে দক্ষ ও যোগ্য করে তোলাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে আমাদের এখান থেকে ৬জন শিক্ষার্থী এসএসসিতে এ-প্লাস ও একজন গোল্ডেন এ-প্লাস পেয়েছেন। আমরা মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় ভর্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করছি আমাদের অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে গড়ে তোলা টীম শিক্ষার্থীদেরকে কিছুটা হলেও সহায়ক হিসেবে কাজ করতে সক্ষম হবেন।

আরও খবর

Sponsered content