বরিশাল

৭ মন ওজনের শাপলাপাতা মাছ বিক্রি ১লাখ টাকায়

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২২ , ৫:৪১:০৯ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

দেশের বৃহত্তর মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট থেকে সোমবার সকালে ১৬ হাজার টাকা মন দরে মোট ১ লাখ ১২ হাজার টাকায় একটি শাপলা পাতা মাছ ক্রয় করেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন নামে একজন পাইকার।

এর আগে রোববার দুপুরে গভীর বঙ্গোপসাগরে এফবি মায়ের দোয়া নামে একটি মাছধরা ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে সাত মন ওজনের এই শাপলা পাতা মাছটি।

এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. ওসমান মিয়া ভোরের দর্পনকে জানান, রবিবার সকালে সাগরে জাল পেতে অপেক্ষা করতে ছিলাম। দুপুরে যখন জাল তুলতে ছিলাম তখন দেখি বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে। পরে সোমবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এনে মাছটি নিলামে বিক্রি করা হয়েছে।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের আড়তদার মো. টিপু খান ভোরের দর্পনকে জানান, এত বড় আকারের শাপলা পাতা সহজে ধরা পড়ে না। মাছটির ওজন হয়েছে সাত মন। তাই সর্বোচ্চ দামেই এটা বিক্রি করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by