প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:২৯:৫২ প্রিন্ট সংস্করণ
আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের দুআঁশ বিলের খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
৬ই ফেব্রুয়ারি ২০২৩ ইং সোমবার দুপুর ১ ঘটিকায় বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, ও কুমিল্লা – চাদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এর পক্ষ থেকে সহকারী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মামুন (বিএডিসি) ব্রাহ্মণবাড়িয়া ক্ষুদ্র সেচ জোন ও উপ সহকারী মোঃ জিসান উদ্দিন এবং বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ, বিজয়নগর উপজেলার মৎস্য কর্মকর্তা এছাড়া এ শুভ উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রমজান।
এ সময় বক্তারা বলেন, এ প্রকল্পটি ৪.৬ কিলোমিটার দৈর্ঘ্যে ৪.৬ থেকে ৬ ফিট গভীরে এ খালতি খনন করা হবে। এলাকার কৃষকদের প্রয়োজনে পানি পাইয়ে দিতে, ও বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ কাজটি করা হচ্ছে। এবং তারা আরও বলেন, খালের খননকৃত মাটি কেউ যাতে না নেয়, তারা আরও বলেন, এটি আপনাদেরই সম্পদ আপনাদের জমিতেই রেখে যাব তা রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব আপনাদেরই।