প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১:২৪:২৯ প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্রগ্রাম) প্রতিনিধি:
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসারত অবস্থায় সাবেক এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ কামাল উদ্দিন ( ৭০)। তিনি ৬নং ইছাখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড লুদ্দাখালি এলাকার গনি হাজি বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে।
রবিবার ( ২৬ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার মিঠাছড়া বাজারে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন।
ইছাখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার রহিম উদ্দিন জানান, তিনি অত্যান্ত দরীদ্র দিন এনে দিন খান। তার বড় মেয়ে স্বামী পরিত্যক্তা হওয়ায় সন্তানদের নিয়ে তার কাছেই থাকতেন। এখন বিধবা মেয়ে আর তার নাতননীদের দেখার কেউ রইলো না।
ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুল মোস্তফা জানান, তিনি সাবেক আনসার সদস্য। অত্যন্ত দরীদ্র ছিলেন বড়মেয়ে ও নাতনিদের বরন পোষণের দায়িত্ব তার হাতে ছিল।