চট্টগ্রাম

সুপ্ত প্রতিভার খোঁজ ও বিকাশে কাজ করছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৫৩:২৪ প্রিন্ট সংস্করণ

সুদেব কুরী
(রায়পুর) লক্ষ্মীপুর

সুপ্ত প্রতিভার খোঁজ ও বিকাশে কাজ করছেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্‌জন দাশ। ইতোমধ্যে শিশু-কিশোরদের ছবি আঁকার প্রতিভা বিকাশে গড়ে তুলেছেন আর্ট স্কুল নামের একটি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠান।
আর এই আর্ট স্কুলকে স্থায়ী রুপ দিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ ও উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ পরিদর্শন করেন। এসময় কাজের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন এবং কাজের অগ্রগতির ব্যাপারে খোঁজ খোবর নেন।

রায়পুর উপজেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়, শুদ্ধ ও সুন্দরের চর্চায় উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশের নিজ উদ্যোগেই ভবন করে স্থায়ীভাবে স্কুল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু করা হবে। আপাতত রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে সপ্তাহে দু’দিন এই স্কুলের ক্লাস কার্যক্রম চলমান রয়েছে বলেও জানা যায়।