রাজশাহী

চাটমোহরে আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন

  প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫২:২৪ প্রিন্ট সংস্করণ


চাটমোহর (পাবনা) প্রতিনিধি :

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদের উপর ৯ হাজার মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ এবং হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে এ দু’টি স্থাপনার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন। এসময় উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক, চাটমোহর পৌর আ.লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া, পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, ইউপি চেয়ারম্যান আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক রওশন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content