প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫৯:২৮ প্রিন্ট সংস্করণ
মতিন রহমান,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
“পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন ” এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে
পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, সহ কারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ছরুয়ার আলম, উপজেল পরিসংখ্যান কর্মকর্তা রাফিউর জ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা’রা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।