ময়মনসিংহ

বকশীগঞ্জে সানরাইজ এডুকেয়ার একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৩৬:২০ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জ সানরাইজ এডুকেয়ার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রæয়ারি) দিনব্যাপী বকশীগঞ্জ ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৪৮টি ইভেন্টের খেলার অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সানরাইজ এডুকেয়ার একাডেমির প্রিন্সিপাল বি.এম পাপুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানরাইজ এডুকেয়ার একাডেমির উপদেষ্টা প্রফেসর আবদুর রেজ্জাক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ,বকশীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক কমিটির আহ্বায়ক তৌহিদুজ্জামান তৌহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক শাহিন মিয়া।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্টের খেলা পরিচালনা করেন,শিক্ষক মিক্রাঈল হোসেন,জিয়াউর রহমান, এস.এম জিয়া,রহুল আমীন, রফিকুল ইসলাম,নাসির হোসেন,নাজনীন,বিনতা,রাজিয়া,তানজিলা।
প্রিন্সিপাল বি.এম পাপুল হোসেন বলেন,পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে।তিনি আরও বলেন সানরাইজ এডুকেয়ার একাডেমির শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবে।

আরও খবর

Sponsered content

Powered by