ঢাকা

রূপগঞ্জে ট্রাক ও প্রাইভেকার সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ৫:১৯:১৮ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগেঞ্জ রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে কাঞ্চন ব্রিজ সংলগ্ন ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে   একজন যাত্রী  নিহত হয়।প্রাইভেটকারে থাকা যাত্রী কামাল মিয়া (৫২), পিতা- আব্দুল মালেক, মাতা- সুফিয়া খাতুন, সাং- নবীপুর দক্ষিণ পাড়া, থানা- নবীনগর, জেলা- ব্রাক্ষনবাড়িয়া । কামাল মিয়া গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পর প্রাইভেট কারের ড্রাইভারকে গুরুতর অবস্থায় পথচারী এবং আশপাশের লোকজন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল নিয়ে যায়। পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 

মঙ্গলবার  ভোর আনুমানিক  ০৬.০০ ঘটিকার সময় এশিয়ান মহাসড়কের  রুপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার কাঞ্চন ব্রিজের উপরে  ঢাকা থেকে গাউছিয়া গামী  প্রাইভেটকারের রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১২-৮২৩০ কে একই দিক থেকে আসা একটি  ট্রাক বেপরোয়া গতিতে প্রাইভেটকারের পিছন দিক থেকে ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। ট্রাকের রেজিঃনং-কুস্টিয়া-ট-১১-০৯৫০  চালক মোঃ শাকিল হোসেন(২০), পিতা- কামাল হোসেন,  সাং- রঘুরামপুর, থানা- শাহরাস্তি,জেলা – চঁাদপুর।    মৃতদেহটি ও প্রাইভেটকার এবং  ট্রাকটি ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে। 

এ ব্যাপারে ভুলতা  হাইওয়ে ফাড়ি  ইনচার্জ  ফারুক বলেন ঘটনাস্থল থেকে ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে এবং  প্রাইভেটকার ড্রাইভারের  খবর নিচ্ছি। পরে ট্রাক ড্রাইবারের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও খবর

Sponsered content