চট্টগ্রাম

ফেনীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২১ , ৫:৩৭:৫৬ প্রিন্ট সংস্করণ

ফেনী প্রতিনিধিঃ
চার দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনীর পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।
মহাসড়কের ফেনীর মহিপালে বেলা ১২টা থেকে কারিগরি ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে অবস্থান নেয় তারা। এতে সড়কের দুই পাশে বন্ধ হয়ে পড়ে যান চলাচল, দেখা দেয় তীব্র যানজট।
পরে মহিপাল হাইওয়ে থানা পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে সেখানে যাই। দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে ছিল। আমরা পুলিশ প্রশাসন তাদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করে দিই।’
আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষার্থী সাহেদ, সাব্বির ও সাগর বলেন, তারা এক বছরের ক্ষতি মানবেন না। অন্য শিক্ষার্থীদের মতো তাদেরও অটো পাস দিতে হবে।
তারা বলেন, অটো পাস, অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে না নিলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেব এই আন্দোলন চলবে।

আরও খবর

Sponsered content

Powered by