চট্টগ্রাম

দোহাজারীতে বজ্রপাতে নিহতের পরিবারকে পৌর কর্তৃপক্ষের আর্থিক সহায়তা

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৮:৩৩:০৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডস্থ চাগাচর পাঁচপাড়া গ্রামে গত শনিবার (১ এপ্রিল) সকালে বজ্রপাতে নিহত কৃষক মো. ইউনুসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে পৌর প্রশাসকের কার্যালয়ে নিহত মো. ইউনুসের পিতা মো. আলীর হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার নবাগত পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, বিদায়ী পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ মহসিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, সাবেক দোহাজারী ইউপি সদস্য মো. শাহ্ আলম, এসএম জামাল উদ্দিন, নাজিম উদ্দীন, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কর আদায়কারী মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিন্টু, যুবলীগ নেতা সায়েদুল কবির চৌধুরী সায়েম প্রমূখ।

আরও খবর

Sponsered content