চট্টগ্রাম

চট্টগ্রামে ধর্ষণে সহযোগিতায় সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ২:২৫:৪৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো::

চট্টগ্রামে ধর্ষণে সহযোগিতার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ওই নারীকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নুরী পালক (২০) ডবলমুরিং থানাধীন উত্তর গোসাইলডাঙ্গা এলাকার মৃত বশির পালকের মেয়ে।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার জানান, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক কিশোরীকে একটি আাবাসিক ভবনে নিয়ে গিয়ে নুরী পালক অভিযুক্ত চান মিয়াসহ কয়েকজনের হাতে তুলে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা ডবলমুরিং থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুরী পালককে যাবজ্জীবন কারাদন্ড দেন। সেই থেকে নুরী পালক এতদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নুরীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।