বরিশাল

পাথরঘাটায় উপকূলীয় ৫০ দরিদ্র ও গৃহহীন পরিবারকে গৃহনির্মাণে ঋণ প্রদান

  প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ৩:৫৪:২৩ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে গৃহায়ণ ঋণ কার্যক্রমের আওতায় গৃহনির্মাণ ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলার উপকূলীয় এলাকার ৫০ দরিদ্র ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণে ঋণ প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল দশটার দিকে পাথরঘাটা সংগ্রাম অফিসের মিলনায়তনে ১ লাখ ৩০ হাজার টাকা করে এই ৫০ পরিবারকে প্রদান করা হয়।
এ মুজিববর্ষ উপলক্ষে গৃহায়ণ ঋণ কার্যক্রম বাংলাদেশ ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট ইউনিটের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম’র বাস্তবায়ন করে।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগ্রামের পাথরঘাটা শাখার ম্যানেজার মো: মামুন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাছুম। বিশেষ অতিথি ছিলেন সংগ্রামের এরিয়া ম্যানেজার মো: রিপন মিয়া, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক সাকিল আহমেদ প্রমুখ।
এসময় সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ৫০ পরিবারকে মাথাপিছু ১ লাখ ৩০ হাজার টাকা ঋণ দেয়া হয়েছে। এ ঋণে শতকরা তিন টাকা হারে সুদ নেয়া হবে। ঋণ গ্রহিতাদের ঋণ পরিশোধের সময়সীমা তিন বছর। ৫০ পরিবার ছাড়াও আরও ২৫০ পরিবার কে গৃহহীন ঋণ দেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by