চট্টগ্রাম

লক্ষ্মীপুরে খাল থেকে অজ্ঞাত নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ৭:২৯:৪৯ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক দুটি ব্রীজের নিজ থেকে অজ্ঞাত এক নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রীজের নিচে ও পাশ^বর্তী আলীপুর ব্রীজের নিচ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। এখনও লাশের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কখালের হানুবাইশ ব্রীজের নিচে একটি দেড় বছরে বাচ্চা ও পাশ^বর্তী আলীপুর এসপি বাড়ির সামনের ব্রীজের নিচে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রিন্টের সেলোয়ার কামিজ পরিহিত ২০-২২ বছরের এক নারী ও পাশ^বর্তী অন্য আরেকটি ব্রীজের নিচ থেকে দেড় বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেন। শিশুটি মহিলার কন্যা সন্তান হবে এমনটাই মনে করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content