ময়মনসিংহ

জামালপুর-১ আসনে নৌকা প্রত্যাশী নূর মোহাম্মদের গণসং‌যোগ অব্যাহত

  প্রতিনিধি ৩ মে ২০২৩ , ৮:১৮:২১ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে গণসং‌যোগ অব‌্যহত রে‌খে‌ছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শিল্পপ‌তি নুর মোহাম্মদ।
বুধবার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দিনব্যাপী ব‌্যাপক গণসংযোগ চালি‌য়ে‌ছেন তিনি। এসময় উপজেলার সারমারা,বটতলী, সাধুরপাড়া, দেওয়ানগঞ্জ উপজেলার সাতভিটা, বাশঁতলী, কাঠারবিল, ঝালুরচর ও বাহাদুরাবাদ সরদারপাড়া বাজা‌রে শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ কালে জামালপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি নুর মোহাম্মদ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও পৌছেঁ দিচ্ছেন তিনি।
গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান খুদু, মনিরুজ্জামান মনির,নজরুল ইসলাম,নিলক্ষিয়া ইউনয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন মিস্টার , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান লাল,সাবেক সাধারন সম্পাদক হাছানুজ্জামান সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content