বাংলাদেশ

বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি’

  প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৫:০৬:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দপর্ণ ডেস্ক: 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান (অব.) বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন প্রতিটা নির্বাচনের ব্যাপারে খুবই সতর্ক। আমরা অবাধ, সুন্দর, নিরপেক্ষ এবং পক্ষপাতিত্ববিহীন নির্বাচন জাতিকে উপহার দিতে পারব। সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

বলেন, এখন আমাদের হাতে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী এই পাঁচ সিটি নির্বাচন আছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে আমরা খুলনা শহরকে পোস্টার মুক্ত করেছি। আমরা চাই সকলের সহযোগিতায় পাঁচ সিটিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে।

আরও খবর

Sponsered content

Powered by