রাজশাহী

লালপুরে জিআর প্রকল্পের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

  প্রতিনিধি ২৭ জুন ২০২১ , ৫:৪৩:০২ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে কৃষকদের মাঝে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের আওতায় ২০২০-২১ অর্থ বছরের জিআর প্রকল্পের আওতায় খরাজনিত কারনে কৃষকদের মাঝে নগদ অর্থ এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। রোববার (২৭জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে মোট ৩৯ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৬২ বান্ডিল ঢেউ টিনসহ জনপ্রতি তিন হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। একই সময় ৩০ জন অসহায় কৃষকের মাঝে ২ হাজার করে নগদ ৬০ হাজার প্রদান করা হয়।

 

Powered by