রংপুর

ডিমলা হাসপাতালের এ্যাম্বুলেন্সে রহস্যজনক আগুন

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৮:৩৫:১২ প্রিন্ট সংস্করণ

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি এ্যাম্বুলেন্সে আগুন ধরে পুরে গেছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। হাসপাতালের ২ টি এ্যাম্বুলেন্স এসি পাম্প নষ্ঠ হওয়ায় মসজিদের সামনে রাখা হয়। এ্যাম্বুলেন্স চালক আব্দুল হাকিম ও স্থানীয় মেকার রুবেল তা মেরামত করার সময় হঠাৎ করে ঢাকা মেট্রা-ছ-৭১-১১০৩ এ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়। এতে সামন পার্শ্বের বাম দিকের বাম্পার ও হেডলাইট এর কিছু অংশ পুড়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ডিমলা ফায়ার সার্ভিসের গাড়ী এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আলম বলেন, অল্পের জন্য গাড়িটি রক্ষা পেয়েছে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তবুও সচেতন মহলে প্রশ্ন উঠেছে বন্ধ গাড়িতে আগুন লাগলো কি করে। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।

আরও খবর

Sponsered content