রাজশাহী

সোনাতলায় ‘বায়োগ্যাস প্লান্ট’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ৮:৫৮:০৪ প্রিন্ট সংস্করণ


সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:

সোমবার দুপুরে সোনাতলার কাবিলপুরে আলোর প্রদীপ চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘বায়োগ্যাস প্লান্ট’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মো. তোছাদ্দেক হোসেন। আরোও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী, পৌর কাউন্সিলর ও প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল, আলোর প্রদীপ চেয়ারম্যান এম মেহেরুল। এসময় উপস্থিত ছিলেন লেখক ও সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব অফিসার সুবির পাল, ধুনট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব অফিসার জাহিদ হাসান প্রমুখ।

Powered by