প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৮:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ
মোঃ পারভেজ, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল’র সাথে সৌজন্য চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টারস এসোসিয়েশনের নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়েছেন।
মতবিনিময়কালে বন্দর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণ। দেশের সামগ্রিক অর্থনীতির চাকা চালু রাখতে হলে চট্টগ্রাম বন্দরের কর্মযজ্ঞ হতে হবে মসৃণ। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল রাখতে এর সাথে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের ইতিবাচক মনোভাব প্রয়োজন। মেরিন কন্ট্রাক্টরস এসোসিয়েশন বন্দরের একটি গুরুত্বপূর্ণ বিভাগ নিয়ে কাজ করে। তাদের আন্তরিকতা ও সার্বিক সহযোগিতা অতীব জরুরী। এসময় এসোসিয়েশন নেতৃবৃন্দ তাদের সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।
চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুকের উপস্থিতিতে মতবিনিময়কালে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টরস এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক দোস্ত মোহাম্মদ, অর্থ সম্পাদক মোঃ আলী ও সদস্য আব্দুল রাজ্জাক মাসুদ, আবু তাহের, মোঃ জয়নাল, হুমায়ুন কবির, মোঃ মিজান উপস্থিত ছিলেন ।