প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ৬:১৪:৪৩ প্রিন্ট সংস্করণ
মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর) :
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে চলমান আইন-শৃঙ্খলার পরিস্থিতি,ভোক্তা অধিকার সংরক্ষন,সন্ত্রাস ও নাশকতা,দ্রব্যমূল্য নিয়ন্ত্রন কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে আইন-শৃংখলা,ভোক্তার অধিকার সংরক্ষন,সন্ত্রাস ও নাশকতা,দ্রব্য মূল্য নিয়ন্ত্রন কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছঃ রাশেদা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, খাদ্য পরিদর্শক মোঃ নাসিম আল আকতার, স্যানিটারী ইন্সপেক্টর জগদীশ চন্দ্র, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ২৯ বিজিবি প্রতিনিধি আশরাফ হোসেন, সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতির চুন্নু টুডু, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন উর রশীদ, যুগ্ম-সম্পাদক মোঃ আজগার আলী, প্রচার সম্পাদক মোঃ মোরসালিন ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।এসময় উপজেলা আইন শৃংখলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।