বাংলাদেশ

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২৩ , ৩:২০:২৯ প্রিন্ট সংস্করণ

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী নিবন্ধিত দল নয়, তাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। বিএনপি অনুমতি চেয়েছে, ডিএমপি কমিশনার সুবিধাজনক জায়গায় তাদের অনুমতি দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরি, চিকিৎসা ইত্যাদি কারণে মানুষের চলাচল করতে হয়। ২৮ অক্টোবর আমরা ঢাকায় প্রবেশ পথ বন্ধ করবো না। যদি শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করে চলে যায়, তাহলে হলো। কিন্তু জনজীবনে বিপর্যয় আসলে সেটা দেখার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর।

বিএনপির আন্দোলন যেহেতু সরকারের পদত্যাগের এক দফা দাবিতে। তাদের আন্দোলন ঘিরে পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা আছে কি না, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার তো এমন একটা কিছু নয় যে, তাকে ধাক্কা দিলো আর পড়ে গেল। সরকার একটা গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে এখানে এসেছে। তার যে মেয়াদকাল, সেই মেয়াদকালের পরে একটা নির্বাচন হবে, তারপর সরকার পরিবর্তন হবে। আমাদের সংবিধান অনুযায়ী ধাক্কা দিলে সরকার পড়ে যাবে—এ ধরনের কোনো শব্দ লেখা নেই। কাজেই যেটা সংবিধানের বাইরে, সেটা রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যেটা করার কর্তব্য, সেটা তারা করবে, এটাই সঠিক। সেখানে আর তো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সংবিধান রক্ষা করার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। সেই সংবিধানের ফ্রেমওয়ার্কের বাইরে যদি তারা (বিএনপি) কিছু করতে চেষ্টা করেন, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্পিত দায়িত্বটি তারা পালন করবেন।’

আরও খবর

Sponsered content

Powered by