রাজশাহী

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনউদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে

  প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ৫:০০:২০ প্রিন্ট সংস্করণ


এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৮ জুন একদিন উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন বুধবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ এর সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর কার্যক্রমের চিত্র তুলেধরে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়। তার বক্তব্যে বলেন শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৮ জুন ২০২৩ খ্রিঃ ০১ দিন রোজ রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কেন্দ্র সমূহ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনের অংশ হিসাবে সমগ্র সিরাজগঞ্জ জেলায় নি¤œবর্ণিত কার্যক্রম পরিচালনা করা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো এবং পুষ্টি বার্তা প্রচার করা হবে। ক্যাম্পেইনের দিনে সিরাজগঞ্জ জেলায় ১৩টি স্থায়ী এবং ২,১৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ২হাজার একশত ৯৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫৩ হাজার ৩ শ ৬৬ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় ৪লক্ষ ৩৬ হাজার জন ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উক্ত কার্যক্রমে সমগ্র জেলায় প্রায় ৪হাজার ৩শ ৯৪ জন স্বেচ্ছা সেবকের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৭শ ৩৮ জন মাঠকর্মী কার্যক্রমে নিয়োজিত থাকবেন এবং ১হাজার ৩শ ৪১ জন প্রথম সারির তত্ত¡াবধায়ক টিকাদান কেন্দ্র সমূহ সরাসরি তত্ত¡াবধান করবেন। প্রেসব্রিফিংএ ডেপুটি সিভিল সার্জন ডা. আফম ওবায়দুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলাম, নিউট্রেশন ইন্টারন্যাশনাল এর জেলা সমন্বয়কারী মো. ওয়ালিউল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।