চট্টগ্রাম

মশক নিধনে এবার চসিকের ১শ দিনের ক্রাশ প্রোগ্রাম

  প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৭:৫০:০৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

মশক ডেঙ্গু ও চিকনগুনিয়ো প্রতিরোধে এবার ১শ দিনের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পৃতিবার (২২ জুন) সকালে চট্টগ্রাম নার্সিং কলেজের সামনে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী এ কর্মসূচি উদ্বোধন করেন।

ক্রাশ প্রোগ্রাম উদ্বোধনকালে মেয়র বলেন, ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। ওষুধ ছিটানোর পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্য থাকবে ক্রাশ প্রোগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ সাজেশন অনুযায়ী বাংলাদেশ বিমানবাহিনীর মশার ওষুধ কিনেছি। জরিমানা ও শাস্তির ব্যবস্থা রেখেছি। আমাদের কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে যাবে। সবাই সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।