চট্টগ্রাম

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ৬:১২:৫৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের লোহগাড়ায় পুকুরে ডুবে দুই বছর বয়সী শিশু রাইয়ান মারা গেছে। শিশু রাইয়ান উপজেলার চুনতি ইউনিয়নে সাতগড় নয়া পাড়ার আরফাত হোসেনের পুত্র। শনিবার (২৪ জুন) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

শিশুটির চাচা মিজানুর রহমান জানান, পরিবারের অন্যদের অজান্তে বাড়ীর পাশে পুকুর পাড়ে খেলছিল শিশু রাইয়ান। তাকে দেখতে না পেয়ে খোজাখুজি করতে গিয়ে একপর্যায়ে পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রæত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।