ঢাকা

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাশিয়ানীতে আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ৬:৪৮:০২ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২৩ জুন) দুপুরে সাম্পান হাইওয়ে রেস্তোরাঁ ও পার্টি সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান টুটুল। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা ও মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক -১ এড. মোঃ ফারুক হোসেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মিনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. মোস্তাফিজুর রহমান সহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় ও বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীচক্র বরাবরের ন্যায় সক্রিয়। সকল প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ভোট প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় আনতে সকলকে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে উদাত্ত আহ্বান জানান।

আরও খবর

Sponsered content